Wednesday, August 8, 2018

বিদেশে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়লেন মুমিনুল


১৩৩ বলে ১৮২। ২৭টি চার ও ৩ ছক্কায় আজ আয়ারল্যান্ডে ঝোড়ো ইনিংস খেলেছেন মুমিনুল হক। এই ইনিংসে একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। স্বীকৃত ৫০ ওভারের ম্যাচে এটাই বিদেশের মাটিতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। আগের কীর্তিটি ছিল তামিম ইকবালের।
tamim pic
২০০৯ সালে তামিম ১৫৪ রানের এক ইনিংস খেলেছিলেন। ফাইল ছবি

শুধু বিদেশের মাটিতে বলে নয়, দেশ-বিদেশ মিলিয়েও এটি বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের লিস্ট ‘এ’-তে দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বড় ইনিংস আছে শুধু রকিবুল হাসানের। ২০১৬-১৭ মৌসুমে বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে তিনি করেছিলেন ১৯০ রান।
রান আউটের খাঁড়ায় কাটা না পড়লে মুমিনুল হয়তো ডাবল সেঞ্চুরিই করে ফেলতেন। তা না হলেও তামিমের রেকর্ডটা তো ভাঙতে পেরেছেন। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের 

No comments:

Post a Comment