Monday, September 3, 2018

ফিটনেস ছিল না বিআরটিসির বাসটির

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনার একটি বাস ছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন—বিআরটিসির। রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সেই বাসটির ফিটনেস সনদ ছিল না। দুর্ঘটনা তদন্তে জেলা প্রশাসকের পক্ষ থেকে গঠন করা তিন সদস্যের কমিটি সূত্রে আজ সোমবার এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
pro2.jpg

তদন্ত কমিটির সদস্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল কুদ্দুস বলেন, ‘আমরা তদন্ত করে জানতে পেরেছি, দুর্ঘটনাকবলিত বিআরটিসি বাসের কোনো ফিটনেস সার্টিফিকেট ছিল না। তবে গেটলক রুবি পরিবহনের বাসটির ফিটনেস সার্টিফিকেট ছিল।’ ফিটনেস ছিল না বিআরটিসির বাসটির
এদিকে দুই বাসের চালক ও সহকারীসহ চারজনকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। সকালে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

Wednesday, August 29, 2018

দুর্বল মুদ্রা নিয়ে সবল থাকতে পারবেন তো এরদোয়ান?

কালে জার্মানির ভিসবাদেনের অধিবাসীদের চোখ কপালে। শহরের প্লাৎস ডার ডুশেনে (জার্মান ইউনিটি স্কয়ার) ১৩ ফুট উঁচু রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক মূর্তি, জনগণকে শাসাচ্ছে যেন। অনেকটা বাগদাদের সিটি স্কয়ারে সাদ্দাম হোসেনের মূর্তির মতো, ২০০৩ সালে ইরাক অভিযানের সময়ে মার্কিন সেনারা যেটি ভেঙে ফেলে।

খোঁজ, খোঁজ, কী ব্যাপার! মুহূর্তে এরদোয়ানের শরীর ভরে ওঠে অশ্রাব্য গ্রাফিতিতে। মূর্তির নিরাপত্তা বিপন্ন দেখে দক্ষিণ-পশ্চিম জার্মানির এই শহরের কর্তৃপক্ষ দমকল বাহিনী ডাকল, সরিয়ে নিল পাথরের এরদোয়ানকে। ইতিমধ্যে জানা গেছে, ওটা ছিল একটা আর্ট ইনস্টলেশন, ভিসবাদেনে সমকালীন শিল্পকলার দ্বিবার্ষিক প্রদর্শনীর অংশ, কর্তৃপক্ষকে না জানিয়েই ওখানে রাখা হয়েছিল। এ বছরের শিল্পকলা উৎসবের মূল প্রতিপাদ্য: ‘খারাপ খবর’।

Sunday, August 19, 2018

কারাগার থেকে জামিনে বেরিয়ে এলেন ৯ শিক্ষার্থী




ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা শিক্ষার্থীরা তাঁদের স্বজনদের সঙ্গে। ১৯ আগস্ট ২০১৮। ছবি: ইকবাল হোসেন, কেরানীগঞ্জঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বেরিয়ে আসা শিক্ষার্থীরা তাঁদের স্বজনদের সঙ্গে। ১৯ আগস্ট ২০১৮। 

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় সংঘাত, ভাঙচুর, উসকানি ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া ৯ শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা জামিনে বেরিয়ে আসেন। কাল সোমবার আরও ১৩ শিক্ষার্থী মুক্তি পাবেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত জেলার জাহিদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
মুক্তি পাওয়া ৯ শিক্ষার্থী হলেন—বাড্ডা থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া ব্র্যাক ইউনিভার্সিটির কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী রেজা রিফাত ওরফে আখলাক, ভাটারা থানা এলাকায় গ্রেপ্তার আইইউবির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্র ফরিদ আহমেদ ও নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র মেহেদী হাসান, বাড্ডা থানা এলাকায় গ্রেপ্তার ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান, সাউথ ইস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের ষষ্ঠ বর্ষের ছাত্র সীমান্ত সরকার ও একই বিশ্ববিদ্যালয়ের বিবিএ ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ইক্তিদার হোসেন। এ ছাড়া বাড্ডা থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রি ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের ছাত্র ইফতেখার আহমেদ ও প্রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একাদশ সেমিস্টারের শিক্ষার্থী মো. হাসানও মুক্তি পেয়েছেন। জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন ভাটারা থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়া নর্থ সাউথ ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র সামাদ মর্তুজা বিন আজাদ।
কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকার ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, রোববার বিকেল সোয়া ৫টার দিকে ২২ জন শিক্ষার্থীর জামিননামা আদালত থেকে কারাগারে পৌঁছায়। ঢাকা কেন্দ্রীয় কারাগারের অতিরিক্ত জেলার মোহাম্মদ জাহিদুল আলম প্রথম আলোকে বলেন, বাকি ১৩ জন শিক্ষার্থীকে আগামীকাল সোমবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে জামিনে মুক্তি দেওয়া হবে।

Thursday, August 16, 2018

The fast development in the implementation

The fast development in the implementation

now has been extraordinary. The aggregate number of apps on the Google Play Store is projected at 2.8 million as at March 2017, just about thrice what was documented in 2013, as per to Statistical data. Even though this newest trend has been of massive benefit for customers who now have a great collection of apps to select from, it provides massive challenges for developers who need to build the topmost level apps that can vie efficiently in the international market at the low rates. Do you really want your product to be noticeable from the pack among the innumerable of apps mixed out annually by more than 12 million developers all over the world? Evade the common drawbacks done by most business proprietors. Here are the top 10 errors to avoid when designing an app for your business.

কিশোর-তরুণ বিক্ষোভের মর্মকথা | ‘উই ওয়ান্ট জাস্টিস’

ঘাতক বাসের চাপায় দুই সহপাঠীর করুণ মৃত্যুর প্রতিবাদে রমিজ উদ্দিন কলেজের ছাত্রছাত্রীরা প্রথমে রাস্তায় নেমে এসেছিল ২৯ জুলাই। তারপর যেন অবিরত মিছিল শুরু হলো। নেতাবিহীন, পূর্বপরিকল্পনাহীন এত কচি-কাঁচা মুখের মিছিল এর আগে কখনোই দেখা যায়নি। এই কিশোর-তরুণ বিক্ষোভ শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের ইতিহাসেও বিরল ঘটনা। কিন্তু কী এই বিক্ষোভের মর্মকথা?




সড়কে নিরাপত্তার দাবিতে গড়ে ওঠা কিশোর শিক্ষার্থীদের আন্দোলন তাদের প্রাথমিক নয় দফা দাবিকে ছাপিয়ে পরিবহন খাতের দুর্বৃত্তায়িত কাঠামো বদলানোতেই নিবিষ্ট হয়ে পড়েছে। বস্তুত তারা পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাকে যেন চ্যালেঞ্জ করে বসেছে। তাদের সর্বাধিক উচ্চারিত স্লোগান ‘উই ওয়ান্ট জাস্টিস’ প্রথমবারের মতো বাংলাদেশের কোনো একটি আন্দোলনে ব্যবহৃত হলো। স্পষ্ট করেই ফেস্টুনে লিখে নিয়ে এসেছে, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’।

তরুণেরা তাদের দুই সহপাঠী হত্যার বিচার চেয়ে পথে নেমেছে, কিন্তু পথে নেমে দেখিয়েছে কীভাবে ব্যবস্থা সচল রাখতে হয়। লেন ধরে গাড়ি চলা, ইমার্জেন্সি লেন জরুরি সেবার জন্য ফাঁকা রাখা-সড়ক ব্যবস্থাপনার এ বিষয়গুলো আমাদের স্মৃতি থেকেই মুছে গিয়েছিল। তারা পথে নেমেছিল বলেই আমরা জানতে পেরেছি, সাধারণের তো বটেই, আমাদের আইন প্রয়োগকারী থেকে শুরু করে আইন প্রণয়নকারীদের অনেকেরই ড্রাইভিং ‘লাইসেন্স নেই’! তারা লাইসেন্সবিহীন ক্ষমতাধরদের গাড়ি ফিরিয়ে দিয়েছে, উল্টো পথে চলা ক্ষমতাবানের গাড়ি ঘুরিয়ে ঠিক পথে এনে দিয়েছে। বলেছে, আইন সবার জন্য সমান। আইন ও সিস্টেম প্রতিষ্ঠায় তাদের এই অভিনব সরল দৃঢ়তার জন্যই আজ বিআরটিএতে লাইসেন্স গ্রহণের হিড়িক পড়েছে-যে তাগিদ আমাদের রাষ্ট্র জেল-জরিমানা, বলপ্রয়োগ করেও মানুষের মধ্যে তৈরি করতে পারেনি।

Monday, August 13, 2018

কোটা সংস্কার বিলম্বিত করার চেষ্টায় সরকার





কোটার যৌক্তিক সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কোটা সংস্কারের আন্দোলনকারীরা। কোটা সংস্কার দীর্ঘায়িত করার জন্য সরকার আদালতের দ্বারস্থ হচ্ছে বলে মনে করছে কোটা আন্দোলনের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সংগঠনটি মনে করে, কোটা সংস্কারের নামে এটি প্রহসন।



কোটা সংস্কার নিয়ে আজ সোমবার মন্ত্রিপরিষদ সচিব ও ওই কমিটির সভাপতি মোহাম্মদ শফিউল আলম বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার, বাতিল ও পর্যালোচনায় গঠিত সরকারি কমিটির প্রাথমিক সুপারিশে কোটা প্রায় পুরোটাই উঠিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি মেধাকে প্রাধান্য দেওয়ারও সুপারিশ এসেছে। তবে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।



বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন প্রথম আলোকে বলেন, ‘সরকার কোটা সংস্কারের কার্যক্রমকে দীর্ঘায়িত করতে চাইছে। আমাদের সঙ্গে প্রহসনের জন্য এটা করা হচ্ছে।’ তিনি বলেন, ‘সরকার থেকে আমাদের কাছে প্রস্তাব এসেছিল, কোটা তুলে দেওয়া হবে। কিন্তু আমরা কোটা পুরোপুরি তুলে দেওয়ার পক্ষে নই। মুক্তিযোদ্ধা, নারী, আদিবাসী, জেলা কোটাসহ যে ৫৬ শতাংশ কোটা আছে, তা কমিয়ে ১০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা হোক। আমরা চাই সবাই সমান সুযোগ পাক। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় নাতি-নাতনির যে কোটা আছে, তা যৌক্তিক নয়। আদালতের রায়েও এটি বলা হয়নি।’ তিনি বলেন, 

Wednesday, August 8, 2018

বিদেশে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়লেন মুমিনুল


১৩৩ বলে ১৮২। ২৭টি চার ও ৩ ছক্কায় আজ আয়ারল্যান্ডে ঝোড়ো ইনিংস খেলেছেন মুমিনুল হক। এই ইনিংসে একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। স্বীকৃত ৫০ ওভারের ম্যাচে এটাই বিদেশের মাটিতে বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস। আগের কীর্তিটি ছিল তামিম ইকবালের।
tamim pic
২০০৯ সালে তামিম ১৫৪ রানের এক ইনিংস খেলেছিলেন। ফাইল ছবি

শুধু বিদেশের মাটিতে বলে নয়, দেশ-বিদেশ মিলিয়েও এটি বাংলাদেশি কোনো ব্যাটসম্যানের লিস্ট ‘এ’-তে দ্বিতীয় সর্বোচ্চ। এর চেয়ে বড় ইনিংস আছে শুধু রকিবুল হাসানের। ২০১৬-১৭ মৌসুমে বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডানের হয়ে আবাহনীর বিপক্ষে তিনি করেছিলেন ১৯০ রান।
রান আউটের খাঁড়ায় কাটা না পড়লে মুমিনুল হয়তো ডাবল সেঞ্চুরিই করে ফেলতেন। তা না হলেও তামিমের রেকর্ডটা তো ভাঙতে পেরেছেন। ২০০৯ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের