Wednesday, August 29, 2018

দুর্বল মুদ্রা নিয়ে সবল থাকতে পারবেন তো এরদোয়ান?

কালে জার্মানির ভিসবাদেনের অধিবাসীদের চোখ কপালে। শহরের প্লাৎস ডার ডুশেনে (জার্মান ইউনিটি স্কয়ার) ১৩ ফুট উঁচু রিসেপ তাইয়েপ এরদোয়ানের এক মূর্তি, জনগণকে শাসাচ্ছে যেন। অনেকটা বাগদাদের সিটি স্কয়ারে সাদ্দাম হোসেনের মূর্তির মতো, ২০০৩ সালে ইরাক অভিযানের সময়ে মার্কিন সেনারা যেটি ভেঙে ফেলে।

খোঁজ, খোঁজ, কী ব্যাপার! মুহূর্তে এরদোয়ানের শরীর ভরে ওঠে অশ্রাব্য গ্রাফিতিতে। মূর্তির নিরাপত্তা বিপন্ন দেখে দক্ষিণ-পশ্চিম জার্মানির এই শহরের কর্তৃপক্ষ দমকল বাহিনী ডাকল, সরিয়ে নিল পাথরের এরদোয়ানকে। ইতিমধ্যে জানা গেছে, ওটা ছিল একটা আর্ট ইনস্টলেশন, ভিসবাদেনে সমকালীন শিল্পকলার দ্বিবার্ষিক প্রদর্শনীর অংশ, কর্তৃপক্ষকে না জানিয়েই ওখানে রাখা হয়েছিল। এ বছরের শিল্পকলা উৎসবের মূল প্রতিপাদ্য: ‘খারাপ খবর’।

1 comment: